ইয়ামাহার ইফতার মিটআপ
মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হলো ‘ইয়ামাহা ইফতার মিটআপ’। ইয়ামাহা বরাবরই তার গ্রাহকদের বিভিন্ন উপলক্ষ উদ্যাপন করে। তারই অংশ হিসেবে দেশব্যাপী ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে ইফতার মিটআপ আয়োজন করে। দেশের প্রায় সব জেলায় আয়োজিত হয় এ ইফতার অনুষ্ঠান। এ ছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়েও আয়োজিত হয় ইয়ামাহার ইফতার মিটআপ, যাতে ১০ হাজার জনেরও বেশি ইয়ামাহা গ্রাহক অংশগ্রহণ করেন। তবে সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে। যেখানে ৭০০ জনেরও অধিক ইয়ামাহা গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা
নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা। শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এসইভিপি ও আঞ্চলিক প্রধান (দক্ষিণ) মো. মেশকাত-উল-আনোয়ার খান। এ সময় উপস্থিত ছিলেন, শাখার ব্যবস্থাপক ও ভিপি মো. তারিক হাবিব, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৪তম সভা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিচালক ও কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউনুছ, খন্দকার শাকিব আহমেদ, এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদ, কোম্পানি সচিব এ এইচ এম আশরাফ উদ্দিন।
বাজারে এলো ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার
অত্যাধুনিক Reverse Osmosis (RO) প্রযুক্তির নতুন মডেলের (WWP-W6RUAH) ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেহেদী হাসান মিরাজ। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংক হকিকাপে চ্যাম্পিয়ন বিকেএসপি
ব্র্যাক ব্যাংক উইমেনস ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি দল কিশোরগঞ্জের বিপক্ষে ৮-০ গোলে জয়লাভ করে শিরোপা জিতে নেয়। ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) দেশে নারী হকির প্রসারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করে। -বিজ্ঞপ্তি
হাউস অব বাটারফ্লাই-‘ঈদ উৎসব’
ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে হাউস অব বাটারফ্লাই শুরু করেছে ‘ঈদের খুশিতে জমবে উৎসব’ ক্যাম্পেইন। ঈদ উদ্যাপনকে আরও উপভোগ্য করতে এ ক্যাম্পেইন দিচ্ছে আকর্ষণীয় সব অফার, যা ইতোমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। এ অফারে, ইকো প্লাস, হায়ার, হিটাচি, এলজি, স্যামসাং, তোশিবা ও হোয়ার্লপুলসহ শীর্ষস্থানীয় গ্লোবাল ও নিজস্ব ব্র্যান্ডের পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন ১০০% পর্যন্ত ক্যাশব্যাক। একই সঙ্গে নির্দিষ্ট মডেলের ফ্রিজে ৩৯,৬০০ টাকা পর্যন্ত, টিভিতে ১৬,১০০ টাকা পর্যন্ত এবং ‘গরম এখন আরামের’ ক্যাম্পেইনের আওতায় এসিতে ১৩,৯০০ টাকা পর্যন্ত নগদ সাশ্রয় উপভোগ করা যাবে। হাউস অব বাটারফ্লাইর হেড অব মার্কেটিং, মুহাম্মদ সাজ্জাদ মাহমুদ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। -বিজ্ঞপ্তি