নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের মাধবদী শাখা
উন্নত, আধুনিক ও সময়োপযোগী গ্রাহকসেবা দিতে এক্সিম ব্যাংকের মাধবদী শাখা আরও বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। নরসিংদীর মাধবদী বাজারে নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি, ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী আশরাফ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিইউবিটিতে এআই অলিম্পিয়াড
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের ২০২৫ জাতীয় পর্ব বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) সফলভাবে অনুষ্ঠিত হয়। যৌথভাবে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন বিডিএআইওর দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।
এএফবিলের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে এএফবিএল। সম্প্রতি এএফবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ইস্যুয়ার এএফবিএলের ব্যবস্থাপনা পরিচালক শেখ শামীম উদ্দিন, অ্যারেঞ্জার নর্থ স্টার ইনভেস্টমেন্টস চেয়ারম্যান মো. মিনহাজ জিয়া, অ্যাডভাইজার লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান জুয়াং লিফেং, ট্রাস্টি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহউদ্দিন আহমেদ।
লোটোর অত্যাধুনিক কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন
গাজীপুরের কাপাসিয়ায় এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো বাংলাদেশ) নতুন কারখানার ভিত্তিপ্রস্তর করা স্থাপন হয়েছে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরীসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের এমডি, দেশি-বিদেশি ব্যবসায়িক অংশীদার, কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা।
কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক
বাংলালিংক প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘স্মার্টফোন অন ইনস্টলমেন্ট’ (সহজ কিস্তিতে স্মার্টফোন) অফার। এই উদ্যোগের আওতায় গ্রাহকরা ব্যাংক কার্ড ছাড়াই বাংলালিংক সেন্টার থেকে সহজ কিস্তিতে ফোরজি স্মার্টফোন কিনতে পারবেন। দেশব্যাপী ফোরজি পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকদের জন্য স্মার্টফোন সহজলভ্য করতে; কিস্তি মূল্যের ১৫% ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন ক্রয় করার সুযোগ নিয়ে এসেছে বাংলালিংক। এখন গ্রাহকরা খুব সহজেই টুজি অথবা থ্রিজি থেকে ফোরজি স্মার্টফোনে আপগ্রেড করতে পারবেন। মূল্যের বাকি অংশ সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে পরিশোধ করা যাবে। বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, আমরা ফোরজি স্মার্টফোন সবার নাগালে নিয়ে আসার চেষ্টা করছি।
কুমিল্লায় প্রগ্রেস মোটরসের চার্জিং স্টেশন
দেশের প্রথম পাবলিক ইলেকট্রিক ভেহিকেল চার্জিং নেটওয়ার্ক কোম্পানি ‘এখন চার্জ’ কুমিল্লায় তাদের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন চালু করেছে। এর আগে ঢাকার তেজগাঁওয়ে পাবলিক হাইস্পিড ডিসি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে ইভি চার্জিং পরিকাঠামোর ভিত্তি স্থাপন করে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড। এই উদ্যোগ দেশের টেকসই পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইভি ব্যবহারকারীদের জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য চার্জিং সুবিধা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের সিনিয়র ম্যানেজার অ্যাডমিন আবদুস সালাম টোটন; সাপ্লাই চেইন ও অপারেশনস ম্যানেজার রাকাত জাহান আহমেদ শাহরীন; এইচআর ও অ্যাডমিন ম্যানেজার মো. সোহাগ খান; ইভি পার্টনার বিওয়াইডি বাংলাদেশের নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রধান মিথুন ভট্টাচার্য; বিক্রয় প্রধান ফাহমিদ ফেরদৌস; সার্ভিস প্রধান মোজ্জাম্মেল হক প্রমুখ। -বিজ্ঞপ্তি