আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত “সিলেকশনস”-এর নতুন ফ্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে। ‘সিলেক্ট ফ্রম দ্য বেস্ট’ এই আদর্শকে সামনে রেখে ২০২২ সালের অক্টোবরে “সিলেকশনস” ব্র্যান্ড যাত্রা শুরু করে। এক ছাদের নিচে নির্মানসামগ্রী পণ্যকে সমাহৃত করতে “সিলেকশনস” ব্র্যান্ডটির ইতোপূর্বে ছয়টি ফ্যাগশিপ শোরুম এর উদ্বোধন হয়েছে।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি (এএমটি) বিভাগ ১৩ মে দিনব্যাপী চাকুরি মেলার আয়োজন করে। এতে রেনাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রমিজ খালিদ ইসলাম বিশেষ অতিথি এবং জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মোঃ আশিকুল ইসলাম মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি