বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং সেমিস্টার ২০২৫-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক হাসান।
ঢাকা ব্যাংকের ‘ম্যানেজারস কনফারেন্স’
ঢাকা ব্যাংক পিএলসি-এর ম্যানেজার কনফারেন্স ২০২৫ কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ মারুফ সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা সংক্রান্ত আলোচনা করা হয়। -বিজ্ঞপ্তি
আইইউবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় শিক্ষাবিদ অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। -বিজ্ঞপ্তি