ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। দিনটি পালনে শনিবার সকালে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের শ্রী শ্রী আনন্দময় কালীবাড়ি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিপুল সংখ্যক সনাতনী পুণ্যার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি কুমারশীল মোড়, সদর হাসপাতাল রোড, পুরাতন কাচারী সড়ক, টি. এ রোড ও দক্ষিণ কালীবাড়ি মোড়সহ বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ঢাক ঢোল আর করতালের সাথে হরিনাম সংকীর্তন ও শ্রীকৃষ্ণ-রাধার লীলাময় বাল্য রূপের নানা সাজে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে।
শোভাযাত্রায় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার পি,বি রায় সুপ্রিয়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক পরিতোষ রায়, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আকন্দ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন প্রমূখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সোহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, অধর্মের নাশ ও ধর্ম স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২৫১ বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন