বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শ্যামপুর-কদমতলী থানার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে রাজধানীর দোলাইপাড়স্থ আফতাব উদ্দিন আয়রন মার্কেটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এবং তার সহধর্মিণী গুলশান নাহার আখি এসব উপহার বিতরণ করা হয়। এসময় সহস্রাধিক শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলাম পলাশ, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু, গোলাম মোস্তফা, মীর্জা আব্দুল খালেক লিটন, ৫১ ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, সাবেক ১ম যুগ্ম আহ্বায়ক মফিকুল ইসলাম বাবু, ৫৪নং ওয়ার্ড সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আজীজ মুন্সী স্বপন, শামীম রেজা, শামীম আহমেদ, পিন্টু চৌধুরী, ৫২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ই ম রানা মেহেদী, ৫৩নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য পারভেজ মোল্লা মার্সেল, শামীম আহমেদ, কদমতলী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান শহিদ, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক কামাল হাওলাদার, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল্লাহ রাকিবসহ স্থানীয় নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত