ভবিষ্যতে কোনো সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছে। তবে এই চুক্তিতে যোগ দিতে আসেননি সিটি কলেজের শিক্ষার্থীরা।
গতকাল দুপুরে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এই চুক্তি সম্পাদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোবাচ্ছের হোসেন ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে তুচ্ছ ঘটনায় একাধিকবার সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তবে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সংঘর্ষের স্থায়ী অবসান ঘটাতে নিউমার্কেট থানার ওসি অভিনব এই উদ্যোগ নেন। যদিও সিটি কলেজের শিক্ষার্থীরা এই শান্তিচুক্তি কর্মসূচিতে অংশ নেননি। ওসি জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা বলছেন যে, অন্যান্য কলেজের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। তবে আমরা আশা করি তারা ভবিষ্যতে এই ধরনের শান্তি উদ্যোগে যোগ দেবেন।