টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজি অপহৃত হয়েছেন বলে থানায় যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, পুলিশের তদন্ত এবং খতিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজি স্বেচ্ছায় পঞ্চগড় গিয়েছিলেন বলে জানা গেছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, কীভাবে খতিব স্বেচ্ছায় পঞ্চগড় গিয়ে পৌঁছেছেন এবং কেন, কীভাবে নিজ হাতে পায়জামা ও পাঞ্জাবি খুলে ফেলেন। এ সময় রাস্তায় কুড়িয়ে পাওয়া সোনালি রংয়ের ছোট তালা সংযুক্ত একটি শিকল তিনি কীভাবে পায়ে জড়িয়ে রাস্তার পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে জেগে দেখতে পান তিনি পঞ্চগড় সদর হাসপাতালে আছেন। আশপাশের ওলামায়ে কেরামরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার অবচেতন মনে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। খতিবের বক্তব্য যাচাইবাছাই করা হচ্ছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি/গোষ্ঠী জড়িত রয়েছে কি না বা কি উদ্দেশ্যে কারও প্ররোচনায় এ কাজ করেছেন কি না তা এখনো স্পষ্ট নয়। আরও অধিক তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে টঙ্গী পূর্ব থানার মরকুন টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজি অপহরণের বিষয়ে ২৪ অক্টোবর জিএমপির টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়। মামলায় ওই ইমামকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (সদর অর্থ) মো. জাহিদ হোসন ভূঁইয়া, উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম, উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম প্রমুখ।