জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস পরীক্ষা বেসরকারিকরণ একটি বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, বেসরকারিকরণ হলে সড়ক পরিবহন সেক্টরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা বাড়বে, যা নিরাপদ সড়ক প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে।
মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে “ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ”-এর উদ্যোগে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ভিপি রুহুল আমিন মুন্সী। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. আব্দুল জাব্বার মিয়া ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.এ.এম. ফয়েজ হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, বিআরটিএ’র সাবেক উপপরিচালক (সিলেট) শহীদুল আজম, মোশাররফ হোসেন মন্টু, বাচ্চু ভুইয়া, বাদল আহমেদ, শাহ আলম, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, সিরাজুল ইসলাম স্বপন, নুর মোর্শেদ, মোতালেব শরীফ, হাফিজুল ইসলাম, জুয়েল মালতীয়া প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এবং দুর্ঘটনায় হতাহত কমাতে হলে বিআরটিএর সক্ষমতা বাড়ানো জরুরি। ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স ইস্যুর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও সতর্ক করেন, যদি সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে দেশের পরিবহন সেক্টরের সব মালিক-শ্রমিক একত্রে আন্দোলনে নামবে, সরকারকে এই মালিক-শ্রমিকবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করা হবে।
বিডি প্রতিদিন/সুজন