আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করেছে জাতীয় নাগরিক জোট। গতকাল শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। বক্তব্য দেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, গ্রিন পার্টির সভাপতি রাজু আহমেদ খান, সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম ভূঁইয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। মো. তারেক বলেন, উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জুলাই অভ্যুত্থানে ছাত্র উপদেষ্টারা নেতৃত্ব দিয়েছেন; তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত।
তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভাই ব্রাদারের সরকার বানিয়ে ফেলেছেন। নির্দিষ্ট অঞ্চলের উপদেষ্টা বানিয়ে ফেলেছেন। যারা নির্বাচনের আগ্রহ দেখিয়েছে তাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করতে হবে।
রাজু আহমেদ খান বলেন, আমরা চাই উপদেষ্টারা একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচন উপহার দেবেন। জনগণের আকাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।
গিয়াস উদ্দিন খোকন বলেন, যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না।