নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ রানা শেখ (৪৯) নিহত হয়েছেন। গতকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ শেখ উপজেলার শুক্তগ্রামের সবোর শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার শুক্তগ্রামে মোবাইল ফোন বেচা-কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের খান বংশের লোকজনের সঙ্গে মাসুদ রানার বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। ওই রাতে শুক্তগ্রাম দত্তের মোড় বাজার থেকে বাড়ি ফেরার পথে মান্দার খানের বাড়ির কাছে প্রতিপক্ষের লোকজন মাসুদ রানা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপয়ে ও হাতুড়ি পেটা করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।