সিলেট নগরের সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম ঘটেছে। মঙ্গলবার রাতে রোগীর আত্মীয়স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি সমাধান করেন।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সিলেট বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ মোকামটিলার যুবক তানিম আহমেদ। প্রথমে তাকে এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১২ দিন আগে ইবনে সিনার আইসিইউতে স্থানান্তর করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানিমের স্বজনদের অভিযোগ-চিকিৎসকদের অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে। এ সময় তারা হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে হাসপাতালের কর্মচারীরাও সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে রোগীর স্বজনদের ওপর পাল্টা হামলা চালায়। সংঘর্ষে কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে সমঝোতার মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তি হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ নেই। তিনি আরও জানান, রাতেই নিহত তানিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।