গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের লাশ গতকাল আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। দুপুরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে দুজনের এবং টুঙ্গিপাড়া থেকে একজনের লাশ উত্তোলন করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, আদালতের নির্দেশে দুপুর ১টার দিকে গোপালগঞ্জ শহরের গেটপাড়া পৌর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে রমজান কাজী, ইমন তালুকদার এবং টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীরের উপস্থিতিতে সোহেল রানার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে অপর দুজনের মধ্যে রমজান মুন্সীর লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে। আর দীপ্ত সাহার মরদেহ হিন্দুধর্মীয় মতে সৎকার করা হয়। অন্যদিকে গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দায়ের হওয়া মামলায় কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জেলা বিএনপি। গতকাল বেলা পৌনে ১১টায় শহরের বড়বাজার পৌর মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়েরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।