আগামী ৭ থেকে ৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে দেখা যাবে বিরল এক পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে অনেকেই বলেন রক্তচাঁদ। এ সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়াবে। ফলে পৃথিবীর ছায়া সরাসরি চাঁদের গায়ে পড়বে এবং চাঁদ লালচে-কমলা রঙে রূপ নেবে।
কেন বলা হয় ‘রক্তচাঁদ’?
যখন পৃথিবীর ছায়া চাঁদ ঢেকে ফেলে, তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ঘুরে চাঁদে পৌঁছায়। এই সময়ে নীল আলো ছড়িয়ে যায় আর লাল আলো চাঁদে পৌঁছে তাকে লালচে করে তোলে। তাই একে বলা হয় রক্তচাঁদ।
কোথায় দেখা যাবে?
এ চন্দ্রগ্রহণ এশিয়ার বেশিরভাগ জায়গা, পশ্চিম অস্ট্রেলিয়া, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা, পূর্ব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে দেখা যাবে। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ এলাকায় দেখা যাবে না। ভারত ও বাংলাদেশের প্রায় সব জায়গা থেকেই স্পষ্টভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ।
পূর্ণ গ্রহণ বা রক্তচাঁদ: রাত ১১টা থেকে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত। গ্রহণ শেষ: রাত ২টা ২৫ মিনিট (৮ সেপ্টেম্বর) পূর্ণ গ্রহণের সময়কাল হবে প্রায় ৮২ মিনিট, যা এই দশকের অন্যতম দীর্ঘ চন্দ্রগ্রহণ হিসেবে ধরা হচ্ছে।
কিভাবে দেখা যাবে?
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ, বিশেষ কোনো চশমা বা যন্ত্রের প্রয়োজন নেই। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত ও লাল আভা আরও স্পষ্টভাবে দেখা যাবে। শহরের আলো দূরে রেখে খোলা আকাশে (ছাদ, মাঠ বা পার্কে) দেখা সবচেয়ে ভালো। ছবি তুলতে চাইলে ট্রাইপডে ক্যামেরা বা মোবাইল বসিয়ে দীর্ঘ এক্সপোজার (১-২ সেকেন্ড) ও ম্যানুয়াল ফোকাস ব্যবহার করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল