পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে পাওয়া গেছে এক বিরল সোনার খনি। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডোরোপোতে এই খনির অবস্থান।
খনির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এতে ১০০ টনেরও বেশি সোনা মজুত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কার আইভরি কোস্টকে পশ্চিম আফ্রিকায় সোনা উৎপাদনের ক্ষেত্রে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।
বহু বছর ধরে ডোরোপো অঞ্চলে সোনার খনি থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছিল। এবার তা সত্যি হলো। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকেই খনন কাজ শুরু হবে। আর ২০২৮ সাল নাগাদ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সোনা উত্তোলনের আশা করা হচ্ছে। পুরো প্রকল্পে বিনিয়োগ করা হবে কয়েক শ কোটি মার্কিন ডলার।
খনির সম্ভাবনা ও উৎপাদন লক্ষ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ১০০ টনের বেশি সোনা মজুত থাকা কোনো খনিই ছোট নয়। ২০২৪ সালের ডেফিনিটিভ ফিজিবিলিটি স্টাডি (চূড়ান্ত বাস্তবতা যাচাই গবেষণা) জানায়, আগামী এক দশক ধরে প্রতিবছর গড়ে প্রায় ১ লাখ ৬৭ হাজার আউন্স সোনা উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।
খনির প্রকল্পে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার রেসোলিউট মাইনিং কোম্পানির প্রধান
ক্রিস এগার বলেন, খনির প্রথম ধাপের উৎপাদন থেকেই উল্লেখযোগ্য রাজস্ব আয় হবে। এটি নিঃসন্দেহে আফ্রিকার দেশটির সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।
বিডিপ্রতিদিন/কবিরুল