পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো একটি আহত সাপের এক্স-রে করা হয়েছে। বুধবার রাতে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা সাপটিকে পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসেন। এক্স-রেতে দেখা যায়, সাপটির মাঝ বরাবর হাড়ে ফাটল রয়েছে।
প্রায় তিন ফুট লম্বা, হলদে-কালো রঙের মৃদু বিষধর এ সাপটি আমতলীর পূজাখোলা এলাকা থেকে গ্রামবাসীর লাঠিপেটা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাপটিকে ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় এক্স-রে করা হয়। স্থানীয় সচেতন মহল বন্যপ্রাণী রক্ষায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, আহত সাপটিকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।