কোরবানির ঈদকে ঘিরে নওগাঁয় এখন আলোচনায় ৩০ মণ ওজনের ‘কালামানিক’। গরুটির মালিক নওগাঁর বদলগাছী উপজেলার মাস্টারপাড়া গ্রামের ইউনুস আলী সরদার। ইউনুস আলী বলেন, কয়েক বছর ধরে খামার করছি। দুই বছর ১১ মাস আগে গরুটি জন্ম নেয়। গায়ের রং কালো হওয়ায় নাম রেখেছিলাম কালা মানিক। পরম আদরে তাকে লালনপালন করছি। এটি নেপালিয়ান জাতের ষাঁড়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করেছি। কোনো মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করিনি। প্রতিদিন কাঁচা ঘাস, চালের খুদ, খড় ও গমের ভুসি খাইয়ে বড় করা হয়েছে। ষাঁড়টিকে কিনতে ইতোমধ্যে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। ভালো দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করব।
ইউনুস আলীকে এই কাজে সবসময় সহযোগিতা করেন তার ছেলে আবু জাফর। তিনি জানান, কালা মানিক এত বড় হয়েছে যে বিক্রির সময় ঘরের দরজা কেটে বের করতে হবে। গরুটিকে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছেন। কেউবা সেলফি তোলেন। ৮ লাখ টাকা দাম চাচ্ছি। ক্রেতারা এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ টাকা বলেছেন।