রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি এবং চারটি ধারালো চাকু জব্দ করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুরের রায়েরবাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, এর আগে মঙ্গলবার বেলা ৩টায় রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এদিকে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক দিনব্যাপী সাঁড়াশি অভিযানে আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জোবায়ের (২২), হাসান (১৯), রায়হান (২৭), ওয়াসিম (২৬), আনোয়ার (৩২), নুরুল আমিন (২৮), কামাল (২২), শাহিন (২৮), মেহেদী (২৫), ভান্ডারী ইমন (২২), রাজা বাদশা (৩১), শাকিব (২০), সুমন (২৬), ইব্রাহিম (২২), রনি (২০), ইসমাইল (২৫) ও সালাউদ্দিন (২৫)। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৯ জন, দস্যুতার মামলায় একজন, চুরির মামলায় চারজন, চাঁদাবাজি ও অন্যান্য মামলায় দুজন এবং ডিএমপি মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন।