হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিমানবন্দরটির তৃতীয় টার্মিনাল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় উপদেষ্টারা অত্যাধুনিক এই টার্মিনালটির নির্মাণ কাজের অগ্রগতি ও পরিচালনার প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তৃতীয় টার্মিনালটি চালু হয়ে গেলে যাত্রী ও পণ্য পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিমান চলাচলের দৃশ্যপট পাল্টে যাবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনের পর উপদেষ্টারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে একটি উপস্থাপনা অধিবেশনে যোগ দেন। সেখানে কর্মকর্তারা সম্প্রসারণ প্রকল্পের মূল উপাদান এবং এর ভবিষ্যৎ পরিচালনা পদ্ধতি তুলে ধরেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।