ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে ঘুষের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ মে তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এর আগে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে তলব করেছিল দুদক। তবে তিনি পলাতক হওয়ায় হাজির হননি।
এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনুসন্ধান কর্মকর্তা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন। দুদক বলছে, রাজধানীর ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলা তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৭ মে দুদক থেকে পাঠানো নোটিসে তাকে তলব করা হয়েছে। ওই নোটিস ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। একই মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও ১৪ মে দুদকে হাজির হতে বলা হয়েছে।