ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আগামী সাত দিনের মধ্যে তাদের চাকরিতে পুনর্বহালসহ পেনশন সুবিধা না দেওয়া হলে পরিবার নিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের নিজ নিজ বাহিনীপ্রধানদের বরাবর আবেদন করে আমরা দাবি-দাওয়া তুলে ধরি। নয় মাস অপেক্ষা করেও এ দাবির কোনো সমাধান হয়নি। আমরা নিজ নিজ বাহিনীপ্রধানের কাছে অনুরোধ করছি, আমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে চাকরিতে পুনর্বহালসহ পেনশন সুবিধা দেওয়া হোক। আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হয় আমরা পরিবার নিয়ে আমরণ অনশনে যেতে বাধ্য হব। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষের সমন্বয়ক মো. হানজালা, নৌ-বাহিনীর পক্ষে সমন্বয়ক আবদুল হাকিম ও বিমানবাহিনীর পক্ষের সমন্বয়ক আলী রেজা উপস্থিত ছিলেন।