দেশের মোট জনসংখ্যার মধ্যে থ্যালাসেমিয়ার বাহক রয়েছে ১০ শতাংশ মানুষ। গত সাত বছরে থ্যালাসেমিয়া রোগী বেড়েছে তিন গুণের বেশি। থ্যালাসেমিয়ার এক বাহকের সঙ্গে আরেক বাহকের বিয়ে হলে জন্ম নেওয়া সন্তান এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। বিয়ের আগে তরুণ-তরুণীরা থ্যালাসেমিয়ার বাহক কি না এটা পরীক্ষা না করায় থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ বছরের প্রতিপাদ্য- ‘থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’। প্রতিবছর ছয় থেকে সাত হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে দাবি করেন মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক রক্তরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের রোগীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১৮ সালে রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৭২৫ জন। ২০১৯ সালে ৩ হাজার ৯৮ জন, ২০২০ সালে ৩ হাজার ৪১৬ জন, ২০২১ সালে ৪ হাজার ৯৪১ জন, ২০২২ সালে ৬ হাজার ৫৫ জন, ২০২৩ সালে ছিল ৭ হাজার ২২ জন এবং ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ৭ হাজার ৫১১ জন থ্যালাসেমিয়া রোগী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ১১ দশমিক ৪ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। ২০১৪-১৫ সালে ছিল ৭ থেকে ৮ শতাংশ। বিশ্ব থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের বরাত দিয়ে তিনি বলেন, দেশে ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া রোগী রয়েছে। একজন রোগীর মাসে কমপক্ষে ১৩ হাজার টাকা খরচ হয়। রক্তরোগ বিশেষজ্ঞরা বলেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবকোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়ার বাহক বলে। আর দুটি জিনেই ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলে। তবে সব বাহকই রোগী হন না। শিশু জন্মের এক থেকে দুই বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এই রোগের লক্ষণগুলো হলো- ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগসংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি। থ্যালাসেমিয়া রোগীকে সারা জীবন অন্যের রক্ত নিতে হয়। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুই বাহকের বিয়ে বন্ধ করতে পারলে দুরারোগ্য এ ব্যাধিকে ঠেকানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা মাসুমা রহমান বলেন, সরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা নেই বললেই চলে। তাই এই চিন্তা থেকেই থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মাধ্যমে ২০০২ সাল থেকে রোগীদের ব্যক্তিগতভাবে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই রোগ সস্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।’ থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে দেশে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য মাসে ২০-৩০ হাজার টাকা ব্যয় করতে হয়। দেশে ১০-১১ শতাংশ থ্যালাসেমিয়া বাহক। এর ১ শতাংশ যদি রোগী হয় তার জন্য ২ থেকে ১০ হাজার কোটি টাকা চিকিৎসা খরচ হবে। জনসচেতনতার মাধ্যমে এ ব্যয়কে আমরা কমিয়ে আনতে পারি।’
শিরোনাম
- ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ’
- পাকিস্তান ও ভারতের শেয়ারবাজারে দর পতন
- সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল
- ব্যবসায়ী দলের শুভেচ্ছায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক
- প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা
- সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
- প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে
- ভারতের ৪০-৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানি মন্ত্রীর
- রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন বিধ্বস্ত : স্থগিত নাহিদদের ম্যাচ
- চীনের তৈরি বিমান দিয়ে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
- ববি উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে শিক্ষকদের সংহতি
- বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ
- মূল্যস্ফীতি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব : গভর্নর
- যুক্তরাজ্যের সঙ্গে ‘বাণিজ্য চুক্তি’ ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প
- পাকিস্তানের গুলিতে ভারতে নিহত ১৬
- রাজস্ব বোর্ড বিলুপ্ত নয়, সংস্কার চায় বিটিএলএ ও ডিটিবিএ
- ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন সাব্বির
- চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই, অতিষ্ঠ জনজীবন
- পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
- শাস্তি পেলেন কলকাতার তারকা স্পিনার
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ
বিপদ ডেকে আনছে থ্যালাসেমিয়া
সাত বছরে বেড়েছে তিন গুণের বেশি
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম