কোনো ধরনের শর্ত ছাড়াই সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাসদ। একই সঙ্গে রাষ্ট্রপতির মেয়াদ চার বছর ও রাষ্ট্রপতি সর্বোচ্চ দুবারের বেশি অধিষ্ঠিত থাকবেন না বলে মত দিয়েছে দলটি। অন্যদিকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ ও জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচন করার পক্ষে মত দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।
গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব মতামতের কথা তুলে ধরেন দল দুটির নেতারা। কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।
বৈঠক শেষে বাসদের সমন্বয়ক মাসুদ রানা বলেন, নির্বাচনে প্রার্থিতার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার প্রয়োজন নেই, ২৫ বছর রাখাই ভালো। আমরা বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার রাখার বিধান, একজন সংসদ সদস্য একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান না থাকার বিধান, আইনসভার স্থায়ী কমিটিগুলোর সভাপতি সব সময় বিরোধীদলীয় সদস্যদের মধ্য থেকে মনোনীত করা, আন্তর্জাতিক চুক্তিগুলো আইনসভায় আলোচনা ও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রহণ করার সিদ্ধান্তের সঙ্গে একমত। সংবিধান সংশোধনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব হলো, সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের যে কোনো সংশোধনের খসড়া অনুমোদনের বিধান করা। এরপর তা গণভোটের ফলাফলের মাধ্যমে চূড়ান্ত করা।
তিনি বলেন, যে পদ্ধতিতে মতামত চাওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছি। এ ছাড়া ইতিহাস ও মূলনীতি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই। অন্যদিকে বৈঠক শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া এক ব্যক্তির দুবার প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছি। তিনি বলেন, সব সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিপক্ষে আমরা। এ ক্ষেত্রে ১০ ভাগ কমিটির সভাপতি হতে পারে বিরোধী দল থেকে।
এদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গিয়ে অনির্বাচিত সরকার বেশি দিন থাকায় দেশে নানান সমস্যা দেখছেন এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টায় একমত, ২৬টায় একমত নয় এবং ২৮টায় আংশিক একমত হয়েছে।এদিকে সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জাতীয় সনদ তৈরি করতে জাতীয় ঐকমত্য কমিশনকে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। সে চেষ্টায় আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, রাজনৈতিক দলগুলোর থেকে সহযোগিতা পাচ্ছি। সুনির্দিষ্ট ছয় মাসের মধ্যে আমরা জাতীয় সনদ তৈরি করতে চাই।’