রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ভ্যানিটি ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন এক নারী। তার পাশেই ছিল একটি বড় ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে। এরপর গাড়িটি গতি কমিয়ে চলন্ত অবস্থায়ই সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেয় ভ্যানিটি ব্যাগ। তখন ওই নারী মাটিতে পড়ে যান এবং ছিনতাইকারী ব্যাগসহ ওই নারীকেও গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে। তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভিতর থেকে একজন ভ্যানিটি ব্যাগে টান দেন। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়।
পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী সেখানে থাকা লোকদের তার হাতের কনুইয়ে পাওয়া আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।
এ বিষয়ে ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধেশ্বরী এলাকায় এ ঘটনার একটি ভিডিও ফুটেজ আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।