অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। এ ১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টা পদত্যাগ না করলে গণ অভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। গতকাল রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, সম্প্রতি ওয়াসায় নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সে নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের নিয়োগ বাতিল করতে হবে।
দলের সহসভাপতি ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্য থেকে যাঁরা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাঁদের পদত্যাগ করতে হবে। তিনি বলেন, হাই কোর্টের নির্দেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন আদালতের মাধ্যমে বাতিল ঘোষণা করতে হবে। পাশাপাশি এসব নির্বাচনে যাঁরা ‘ডামি-আমি’ এমপি হয়েছিলেন, তাঁদের সম্পদ জব্দ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের উচ্চতর পরিষদ সদস্য দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান ও গণমাধ্যম সম্পাদক আবু হানিফ।