সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর রাজধানীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টায় করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহম্মেদ। গতকাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. ফরিদ হোসেন প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড-জামিন উভয়ই নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ৪ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে গুলশানের ২ নম্বর রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন লোক আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করেন। বাসার দুজনকে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ১ নম্বর আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে ১টি স্বর্ণের চেইন, ২ নম্বর আসামি জুয়েল খন্দকার ১টি স্বর্ণের চেইন, ৩ নম্বর আসামি শাকিল আহমেদ ১টি স্বর্ণের পায়েল, ১টি হাতের আংটিসহ মোট ২ ভরি আট আনা স্বর্ণ লুট করেন; যার মূল্য ৩ লাখ টাকা। অন্যান্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়। এ ঘটনায় গতকাল গুলশান থানায় মামলা হয়।