আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীজুড়ে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ৫০০টি টহল টিম গঠন করে দায়িত্ব পালন করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ৬৫টি স্থানে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে কাউন্টার টেররিজম ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ১৪টি, এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২০টি এবং র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করছে। এদিকে গতকাল ভোরে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশি চৌকির কার্যক্রম ও কয়েকটি থানা ও আশপাশের কিছু অলিগলিও ঘুরে দেখেন। গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ১৯ দিনে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী থেকে বিভিন্ন অপরাধে জড়িত ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানায় ৬৮টি মামলা করা হয়েছে। এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার সাড়ে ১০ হাজার : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে গতকাল পর্যন্ত ১৯ দিনে এ নিয়ে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১২ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে। ৪.৫ এমএম পিস্তল একটি, এলজি একটি, শুটারগান একটি, দেশে তৈরি একনলা বন্দুক একটি, ম্যাগাজিন একটি, কার্তুজ সাতটি, রাইফেলের গুলি একটি, স্টিলের দেশি তৈরি কুড়াল একটি, ধারালো চাপাতি একটি, রামদা একটি, লোহার শাবল একটি, ক্ষুর একটি, সুইচ গিয়ার চাকু দুটি এবং লোহার রড দুটি জব্দ করা হয়।
শেখেরটেক-শ্যামলীতে গ্রেপ্তার ১৯ : রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজন ডাকাতির প্রস্তুতি মামলায়, একজন মাদক মামলায়, একজন ওয়ারেন্টভুক্ত, একজন রিমান্ডের ও ১৪ জনকে ডিএমপি আধ্যাদেশে আদালতে পাঠানো হয়েছে।