কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশ করার সময় ২৮ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি ও কোস্টগার্ডের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল দুপুর ১২টার দিকে কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দা তারেক বলেন, ফিশিং বোটের মাধ্যমে ২৮ রোহিঙ্গাকে উপকূল দিয়ে অনুপ্রবেশকালে দেখতে পেয়ে আমরা তাদের আটক করে বিজিবিকে খবর দিই। বর্তমানে তারা বিজিবি হেফাজতে আছে। মূলত দালালের মাধ্যমে এসব রোহিঙ্গা প্রবেশ করছে বলে তারা জানতে পেরেছেন।