পবিত্র রমজান আসতে এখনো এক সপ্তাহের বেশি বাকি। ইতোমধ্যে বাড়তে শুরু করেছে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। ফুলকপি, বাঁধাকপির দাম আগের তুলনায় ৫-১০ টাকা বেড়েছে। কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে শীতের অন্যতম জনপ্রিয় সবজি শিম ও বেগুনের দামও। খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে কয়েকটি শীতকালীন সবজির সরবরাহ কমেছে। সেগুলোর দাম কিছুটা বেড়েছে।
গতকাল রাজধানীর খিলক্ষেত, মহাখালী, রামপুরা, বনশ্রীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ২০ টাকার নিচে আলু মিললেও বর্তমানে বাজারে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিম মানভেদে ৪০ থেকে ৫০ টাকা, টম্যাটো বিক্রি হচ্ছে কেজি ৩০ থেকে ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা। কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, শসা ৫০-৭০ টাকা, মিষ্টিকুমড়া ৪০-৫০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে। লাউ (পিস) বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কচুরলতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়াও গ্রীষ্মকালীন সবজির মধ্যে করলা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ১২০ টাকা, বরবটি ১০০-১২০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙা ৮০ টাকা বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়ে সোনালি কক মুরগি ৩৩০ এবং সোনালি হাইব্রিড ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩০০, সাদা লেয়ার ২৯০, ব্রয়লার মুরগি ২০০ এবং দেশি মুরগি ৫৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৮০ টাকা কেজি, গরুর কলিজা ৭৮০, গরুর মাথার মাংস ৪৫০, গরুর বট ৩৫০ থেকে ৪০০ এবং খাসির মাংস ১১৫০-১২০০ টাকা কেজি। এ ছাড়া এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০, হাঁসের ডিম ২২০, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায়।
খিলক্ষেত বাজারে সবজি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী গোলাম কুদ্দুস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাজারে এখনো শীতের সবজি থাকায় দাম তুলনামূলক কম। তবে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা বেশি দেখতে পাচ্ছি। গত সপ্তাহেও বিচিওয়ালা শিম কিনেছি ৪০ টাকা কেজি, আজকে (গতকাল) কিনতে হয়েছে ৫০ টাকা কেজি। টম্যাটো নিলাম ৩০ টাকা কেজি, যা গত সপ্তাহেও ছিল ২০-২৫ টাকা।’