গম চাষে ঝুঁকছেন বগুড়ার কৃষক। গেল রবিশস্য মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও গম ও ভুট্টা চাষে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এবার বেশি লাভের আশায় জেলার বিভিন্ন উপজেলায় গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে বগুড়ায় গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে।
উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৬২৫ মেট্রিক টন। কৃষি কর্তকর্তারা বলছেন, গত বছরের চেয়ে এবার জেলায় গমের আবাদ বেশি হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকরা এ আবাদে ঝুঁকছেন।
কৃষি প্রণোদনার আওতায় বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদন বৃদ্ধির লক্ষে গম ও ভুট্টা চাষে মোট ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে ৫৭ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৪৪ হেক্টর জমিতে। এ ছাড়া ভুট্টা চাষে ৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৩০ হেক্টর জমিতে।
কাহালুতে গম চাষ কম হলেও যমুনা ও বাঙালি নদীর ভাঙন এলাকা সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার চরাঞ্চলে ব্যাপকহারে গমের আবাদ করা হয়েছে। চাষিরা বলছেন, অন্যান্য আবাদের চাইতে গমের দাম অনেক বেশি। আর গমের আবাদ করতে তেমন খরচ ও পরিশ্রম হয় না। তাই এবার এ অঞ্চলে গমের আবাদ বেশি হয়েছে।