উর্দুকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা’ হিসেবে বর্ণনা করেছেন ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার অভিমত, দেশের অগ্রগতি ও ঐক্যের জন্য হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি অত্যন্ত অপরিহার্য।
বুধবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপনে ভাষণ দিতে গিয়ে ভারতের সম্মিলিত সংস্কৃতি এবং গণতান্ত্রিক চেতনা প্রতিফলিত করার জন্য বিশ্ববিদ্যালয়টির প্রশংসাও করেছেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের এন্থেম গানটি (জামিয়া তারানা) গানের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমি উর্দু খুব একটা জানি না, কিন্তু আমি বলতে পারি যে উর্দু বিশ্বের সবচেয়ে সুন্দর ভাষা।’
তিনি আরও বলেন, ‘এই গান আমাদের জাতির মূল্যবোধকে সুন্দরভাবে প্রতিফলিত করে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে, যখন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছিল, তখন মহাত্মা গান্ধী এবং সরোজিনী নাইডুর মতো মহান ব্যক্তিরা একে সমর্থন করেছিলেন।’ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষা নীতি (এনইপি) বাস্তবায়নের প্রশংসা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেকর্ড এবং জাতীয় র্যাংকিং দেখে অত্যন্ত মুগ্ধ বলেও জানান রিজিজু। রিজিজু বলেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এই চেতনার পক্ষে দাঁড়িয়েছে। জামিয়া ভারতের সম্মিলিত সংস্কৃতির সবচেয়ে উঁচু উদাহরণ এবং ঐক্য, জাতীয়তাবাদ এবং ভ্রাতৃত্বের দর্শনের প্রতীক। এই বার্তা সমগ্র জাতির কাছে পৌঁছে দেওয়া উচিত।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        