হড়কা বানে বিধ্বস্ত ভারতের উত্তর কাশীর ধারালি এবং হর্ষিল উপত্যকা থেকে গত তিন দিনে ৫৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মতলি হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ১১২ জনকে এয়ারলিফট করে দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
তাছাড়া আরও ৩০০ জনকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজে নামানো হয়েছে ডগ স্কোয়াড, ড্রোন এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার।