জাপানের বাজারে স্মার্ট টয়লেট নিয়ে এসেছে টোটো নামে একটি কোম্পানি। ২ আগস্ট থেকে বিক্রি শুরু হয়েছে। এই টয়লেটটি অন্য সাধারণ টয়লেটের চেয়ে পুরোপুরি ভিন্ন। এটি শুধু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্যই ব্যবহৃত হবে না। এটিতে লাগানো থাকবে একটি সেন্সর। যেটি মানুষের মলের রঙ, কতটুকু শক্ত ও পরিমাণ নিরূপণ করবে। মূলত যেসব মানুষ স্বাস্থ্য সচেতন তাদের জন্য এ টয়লেটটি তৈরি করা হয়েছে।
খুচরা পর্যায়ে এ টয়লেটের দাম ধরা হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯০০ জাপানি ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার বেশি। অর্থাৎ যারা স্মার্ট টয়লেট ব্যবহার করতে চান তাদের বেশ বড় পরিমাণ একটি অর্থ খরচ করতে হবে।
-দ্য স্ট্রেইট টাইমস
কোম্পানিটির প্রত্যাশা তারা বছরে ৭ হাজার ৩০০টি টয়লেট বিক্রি করতে পারবে।
যেভাবে কাজ করবে টয়লেটটি : টয়লেটের ভিতরে তৈরি করা হয়েছে একটি এলইডি। যা মল বের হওয়ার সময় সেটির ওপর আলো ফেলে। এরপর এটির ভিতর থাকা সেন্সর প্রতিফলিত আলোটি রিসিভ করবে। এর মাধ্যমে মলের আকার, পরিমাণসহ অন্য বিষয়গুলো পরিমাপ করে। স্মার্ট টয়লেটে মলের রং তিনটি রঙে, কঠোরতা সাতটি স্তরে এবং আয়তন তিনটি স্তরে পরিমাপ করা হয়। সূত্র :