ভারতে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসবরাজ। পুলিশ তাঁর মাথার দাম হেঁকেছিল ১ কোটি রুপি। তিনি একা নন, আরও ২৯ জন মাওবাদী নিহত হয়েছেন যৌথ বাহিনীর অভিযানে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত করা হবে। তার পরই বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে গতকাল সকালে ছত্তিশগড়ের নারায়ণপুরের অবুঝমাঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ দুর্গম পাহাড়ি এলাকাটি মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, অবুঝমাঢ়ে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী কমান্ডার। প্রথমে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পরে জানা যায়, ওই কমান্ডারই হলেন বাসবরাজ। ২১ এপ্রিল কারেগুট্টা পাহাড় এলাকায় শুরু হয় মাওবাদী দমন অভিযান। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী ‘কোবরা’র পাশাপাশি ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনী, মহারাষ্ট্র পুলিশের সি-৬০, তেলেঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনী রয়েছে ওই দলে।-টাইমস অব ইন্ডিয়া
মাঝে এক দিনের জন্য অভিযান বন্ধ রাখা হয়েছিল। তবে তারপর এ অভিযান ফের শুরু হয়। ধাপে ধাপে প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ‘বৃহত্তম’ মাওবাদী অভিযান।