অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে সিউলে মিলিত হচ্ছেন দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা। আগামীকাল রবিবার সিউলে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন দক্ষিণ কোরিয়া, জাপান এবং চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা। গতকাল দক্ষিণ কোরিয়ার একটি সরকারি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ি ও ছোট ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর এ ত্রিদেশীয় বৈঠকের ঘোষণা এলো। গত পাঁচ বছরে এই প্রথম দক্ষিণ কোরিয়া, জাপান ও চীন যৌথভাবে শীর্ষ বাণিজ্য বৈঠক করছে।
দক্ষিণ কোরিয়া ও জাপান অটো রপ্তানিকারক প্রধান দেশ এবং চীনও মার্কিন শুল্কব্যবস্থার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি সরকারি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘আগামী রবিবার সকালে সিউলে ত্রিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।’ -এএফপি