যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধানরা দীর্ঘদিন পর ফোনালাপে অংশ নিয়েছেন। দুই দেশের সম্পর্কে চলমান উত্তেজনা কমানোর জন্য তারা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাটক্লিফ এবং রাশিয়ার বহির্গোয়েন্দা সংস্থা (এসভিআর)-এর প্রধান সের্গেই নারিশকিন ফোনালাপ করেন। কয়েক বছরের মধ্যে এটিই তাদের প্রথম সরাসরি যোগাযোগ। মস্কো-ওয়াশিংটন সম্পর্কে ক্রমবর্ধমান সংঘাত কমিয়ে আনার দিকেও গুরুত্বারোপ করা হয়।
এদিকে একই দিনে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। এ আলোচনার জন্য সৌদি আরবে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ গোয়েন্দা প্রধান নারিশকিনের সঙ্গে সাবেক সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের বৈঠক হয়েছিল। এরপর দীর্ঘদিন দুই দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ে কোনো সংযোগ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এ ফোনালাপ নতুন একটি কূটনৈতিক বার্তা বহন করতে পারে। তবে এর ফলে দীর্ঘমেয়াদে কতটা পরিবর্তন আসবে, তা এখনো স্পষ্ট নয়। -তাস