ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরের নভোরো-সিয়েস্ক বন্দর থেকে তেল রফতানি সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। দৈনিক বৈশ্বিক তেল সরবরাহের ২ শতাংশ আসে এই বন্দর থেকে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল রফতানিকারক অবকাঠামোর ওপর এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। মস্কোর যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর লক্ষ্যে আগস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।
এই হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী ‘রাশিয়ান সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসেবে’ নভোরো-সিয়েস্কে আক্রমণে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের স্ট্রাইক ড্রোন ব্যবহার করেছে।
ইউক্রেন আরও জানিয়েছে যে, তারা শুক্রবার রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি তেল শোধনাগার এবং নিকটবর্তী এঙ্গেলস-এ একটি জ্বালানি সংরক্ষণাগারে পৃথকভাবে হামলা চালিয়েছে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের হামলায় নভোরো-সিয়েস্কে একটি ডক করা জাহাজ, অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি তেল ডিপোও ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজের তিনজন ক্রু সদস্য আহত হয়েছেন।
এদিকে শুক্রবার রাশিয়াও ইউক্রেনের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এর ফলে রাজধানী কিয়েভের অনেক জেলায় আগুন লেগেছে এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। সূত্র: রয়টার্স, দ্য মস্কো টাইমস
বিডি প্রতিদিন/একেএ