মানিকগঞ্জ কামিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটার দিকে মাদ্রাসার সামনে থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
র্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক সরকার মাসউদুর রহমানসহ মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন