যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা বাণিজ্যচুক্তি শিগগিরই চূড়ান্ত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের শেষ ধাপে বর্তমান দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন ট্রাম্প। বুধবার সেখান থেকেই এ বার্তা দিয়েছেন।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চুক্তি কেবল সময়ের অপেক্ষা। কয়েকমাস ধরে এ বিষয়ে আলোচনা চলছে। যার মধ্যে রয়েছে, রাশিয়া থেকে ভারতের তেল কেনা, মার্কিন শুল্ক আরোপ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার গভীর সম্মান ও ভালোবাসা রয়েছে। আমাদের সম্পর্ক চমৎকার। ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্যচুক্তি করতে যাচ্ছি।
গেল সপ্তাহের এক খবরে জানা যায়, রাশিয়া থেকে ভারত তেল কেনা কমাতে সম্মত হওয়ার পর আমেরিকা শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশে নির্ধারণ করতে রাজি হয়। ট্রাম্প-মোদী ফোনালাপের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও উভয় পক্ষই শুল্ক ও তেলের লেনদেনের বিষয়টি বিস্তারিত জানায়নি।
প্রতিবেদন বলছে, এই সমঝোতার ফলে বাণিজ্য অচলাবস্থার কেন্দ্রবিন্দুতে থাকা আমেরিকান ভুট্টা ও সয়াবিনের আমদানি বৃদ্ধি পেতে পারে। পর্যায়ক্রমে শুল্ক ও বাজারে প্রবেশের ব্যবস্থা অন্তর্ভুক্ত হতে পারে।
এদিকে চলতি মাসের শুরুতে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে যেকোনো চুক্তিতে ভারতের স্বার্থকে সম্মান জানাতে হবে। এসময় তিনি রাশিয়া থেকে ভারতের তেল কেনার ‘শাস্তি’ স্বরূপ ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপকে 'অন্যায্য' হিসেবে উল্লেখ করেন।
সূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/এমই