ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেইরোতে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পুুলিষের অভিযানে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এর মধ্যে ৪ পুলিশ সদস্যও আছেন।
জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন 'কপ-থার্টি' আয়োজন লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। কমান্ডো ভারমেলহো নামের ওই গোষ্ঠীটি মাদকপাচার, অস্ত্র পাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।
'কপ-থার্টি' আয়োজনের আগে আগামী সপ্তাহে শহরটিতে অনুষ্ঠিত হবে 'সি-ফোরটি মেয়র সম্মেলন' ও আর্থ শট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন প্রিন্স উইলিয়াম, পপ তারকা কাইলি মিনোগ ও ফরমুলা-ওয়ান চ্যাম্পিয়ান সেবাস্টিয়ান ভেটেল।
মঙ্গলবার রিওর গভর্নর ক্লদিও কাস্ত্রো নিহতের সংখ্যার বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই নিহতের সংখ্যা শহরটিতে আগে পরিচালিত অন্যান্য অভিযানের তুলনায় দ্বিগুণ।
কাস্ত্রো সামাজিক মাধ্যমে লিখেছেন, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করে যাচ্ছি। এ অভিযানে বিমানবন্দরের কাছে আলেমাও ও পেনহা ফাভেলা কমপ্লেক্সে ২ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী অংশগ্রহণ করেছেন। এছাড়া ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সংঘর্ষের ফলে শহরের বেশ কয়েকটি এলাকার স্কুল ও হাসপাতালের কার্যক্রম ব্যাহত হয়। শহরের বাসরুট পরিবর্তনে তীব্র যানজট সৃষ্টি হয়।
অভিযান নিয়ে দেশটির নাগরিক সমাজ ব্যাপক সমালোচনা করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞ ট্যাঙ্ক ছৌ দা পাযের নির্বাহী পরিচালক ক্যারোলিনা রিকার্ডো একে একটি ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি একটি সম্পূর্ণ ব্যর্থ পদ্ধতি।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/এমই