ফিলিপাইনের কাছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান)-এর দায়িত্ব হস্তান্তর করেছে মালয়েশিয়া। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চলতি বছরের শেষ পর্যন্ত সংগঠনটির দায়িত্ব পালন করে যাবেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে প্রতীকীভাবে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্দ মার্কোসের হাতে দায়িত্ব তুলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘২০২৬ সালে আসিয়ান একটি নতুন অধ্যায় শুরু করবে’। ম্যানিলা যখন দায়িত্ব নেবে তখন দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিরোধ তাদের এজেন্ডায় প্রাধান্য পাবে।
ভারত ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দাবিদার চারটি আসিয়ান সদস্য রাষ্ট্রের মধ্যে একটি ফিলিপাইন। বাকি তিনটি হলো, ব্রুনাই, মালয়েশিয়া ও ভিয়েতনাম। এর ফলে চীনের সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে, কারণ ২০১৬ সালে আন্তর্জাতিক রায়ে বলা হয়েছে, এর কোনো আইনি ভিত্তি নেই, তবু কৌশলগত জলপথের ওপর চীনের নিজস্ব সার্বভৌমত্বের দাবি রয়েছে।
বিরোধপূর্ণ সামুদ্রিক অঞ্চলে আচরণ নিয়ন্ত্রণের জন্য আসিয়ান এবং চীন একটি আচরণবিধি নিয়ে আলোচনা করছে, যার লক্ষ্য আগামী বছরের মধ্যে একটি চুক্তি নিশ্চিত করা।
মারকোস বলেছেন, ‘আমরা যদি সহযোগিতা এবং অর্থপূর্ণ সম্পৃক্ততার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব। পাশাপাশি মিয়ানমারে স্থিতিশীল অবস্থা বাস্তবায়নে কাজ করবে। এছাড়াও মিয়ানমারের জন্য একজন স্থায়ী দূত নিয়োগের আলোচনাও তত্ত্বাবধান করবে।’
বিডি-প্রতিদিন/তানিয়া