গাজায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নিতে প্রস্তুত মালয়েশিয়া। দেশটি ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের সঙ্গে কাজ করতে আগ্রহী। রবিবার এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার এ কথা জানান। কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এদিকে গাজায় মানবিক সাহায্য প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছে দেশটি। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান ও আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে। রবিবার থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তিচুক্তি সম্পন্নের ক্ষেত্রে আসিয়ান চেয়ারম্যান হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আনোয়ার। গুতেরেসের সঙ্গে বৈঠকে আনোয়ার এবার মিয়ানমারে সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনের বিষয়ে নিয়ে আলোচনা করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে হামাস ও ইসরায়েলের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর কার্যকর হয়। তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও মানবিক বিপর্যয় থামেনি। প্রয়োজনীয় সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। প্রতিদিন প্রবেশ করতে পারছে মাত্র ৯০টি ট্রাক।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত ৬৮ হাজার ৫০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার ৩০০ জন।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডিপ্রতিদিন/এমই