বাগেরহাট কারাগারে আটক বাবুল দাস (২৫) নামের ভারতীয় এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। শনিবার দুপুরে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। মারা যাওয়া জেলে বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার নির্মল দাসের ছেলে।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল জানান, গত ১৫ জুলাই বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বাবুল দাসসহ ৩৪ ভারতীয় জেলেকে মোংলা থানায় সোর্পদ করে কোষ্টগার্ড। আদালত নির্দেশে পরদিন থেকে ভারতীয় এসব জেলেরা বাগেরহাট কারাগারে রয়েছে। আটক ভারতীয় জেলে বাবুল দাস শুক্রবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কারাগারে মারা যায়। বর্তমানে বাগেরহাট কারাগারে বিভিন্ন সময়ে আটক ৭১ জন ভারতীয় জেলে রয়েছে। ময়না তদন্তের পর বাবুলের মরদেহ হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতীয় হাইকশিশনের কাছে হস্থান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম