রাজধানীতে নৃশংস খুনের শিকার সেই আশরাফুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রংপুরের বদরগঞ্জে নিজ গ্রামে তাকে দাফন করা হয়। তিনি ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের গোপালপুর নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শনিবার সকালে নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে আশরাফুলের খণ্ডিত মরদেহ গ্রামে নেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
গত মঙ্গলবার মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজুলকে সঙ্গে নিয়ে ঢাকা যান আশরাফুল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামের ভেতর থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার এ ঘটনায় বড় বোন মামলা করেন। ওই দিন বিকালে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে প্রধান আসামি ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই