পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে। আগুনে স্মৃতিস্তম্ভের সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তা দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থী উপস্থিত হয়ে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া