সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পাবলিক লাইব্রেরি হল রুমে জেলা ও মহানগর সুজনের সব সদস্যদের নিয়ে কমিটি করা হয়।
জেলা কমিটিতে শিক্ষাবিদ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুকে সভাপতি ও নাসিমা আমিনকে সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটিতে সিনিয়র অ্যাড. জোবাইদুল ইসলাম বুলেট কে সভাপতি ও সাজ্জাদ হায়দার স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও তিনজন উপদেষ্টাসহ জেলা ও মহানগর কমিটিতে ২৫ জন করে সদস্য রয়েছে।
এ সময় নব-নির্বাচিত নেতৃবৃন্দরা জানান, রংপুর জেলা ও মহানগর কমিটি আগামীতে রংপুরের বিভিন্ন নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে নানা ইস্যুতে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বিশ্লেষণ ধর্মী গবেষণা কার্যক্রম চালিয়ে যাবে। নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের তথ্য নিয়ে বিশ্লেষণ, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী ও ভোটারদের করণীয় এবং রাষ্ট্রের তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে।
সেইসঙ্গে সমাজের উন্নয়নে নানা কার্যক্রম চালিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দরা।
বিডি-প্রতিদিন/তানিয়া