নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন এডভোকেট এ. টি. এম. ফিরোজ আলম আজাদ এবং সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, কাজী মো. রফিক উল্লাহ, চিকিৎসক, রোগী ও সমিতির সদস্যরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বক্তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন।
বিডি প্রতিদিন/হিমেল