ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার সময় ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।
যদিও হুথি এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে ফিলিস্তিনিদের সমর্থ ইসরায়েলকে লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, গাজা অবরোধ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে।
হুথি বিদ্রোহীদের দমাতে ইমেয়েনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বেশ কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছে। বুধবারও হুথির স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালায় ইসরায়েল।
তবে এতো হামলার পরও দমছে না হুথি। তারা নিপীড়িত গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছে।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল