আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪শ' ছাড়িয়েছে। আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ২৫১ জন আহত হয়েছেন এবং ৮ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের কুনার প্রদেশ। রবিবার মধ্যরাতে স্থানীয় সময় শক্তিশালী এই কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল), যা তুলনামূলকভাবে অগভীর। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
কুনারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সোমবার চারটি গ্রামে উদ্ধারকাজ চালানো হয়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকায় এখনও অনেক পরিবার আটকা পড়ে আছে। তিনি বলেন, আমরা সঠিকভাবে বলতে পারছি না কতজনের দেহ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। চেষ্টা করছি দ্রুত উদ্ধার অভিযান শেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু করতে।
আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে এবং স্থানীয় উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়েই দুর্গত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র: খালিজ টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল