অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন মঙ্গলবার ইতালি থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ম্যানেজার শাহীন হাসান।
তবে ম্যাচের আগের দিন পৌঁছানোয় অনুশীলনের সুযোগ পাননি ফাহামিদুল। ফলে ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচের পরিকল্পনায় তাকে রাখা হয়নি বলে আগেই জানিয়েছিলেন দলের কোচ সাঈদ নওশাদ আল হাসান টিটু। বর্তমানে ইতালিতে ক্লাব পরিবর্তনের কারণে দলের আগের প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিতে পারেননি ফাহামিদুল।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবার প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে। সেই লক্ষ্যেই দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় এক মাসের প্রশিক্ষণ শেষ করে গত ৩০ আগস্ট ভিয়েতনাম পৌঁছায় দল। এর আগে, বাহরাইনে ১২ দিনের একটি ক্যাম্পে অংশ নেয় তারা। এরপর দুটি প্রস্তুতি ম্যাচও খেলে।
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম ছাড়াও রয়েছে ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারের বাছাই পর্বে এশিয়ার অংশ নিচ্ছে ৪৪টি দেশ। মোট ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চারটি রানার্সআপ দল জায়গা পাবে ২০২৬ সালে সৌদি আরবে অনুষ্ঠাতব্য মূল পর্বে।
বিডি প্রতিদিন/কেএ